আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

আবারও স্থগিত ইউরো টি-টোয়েন্টি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৪ ০০:২৪:৫৮

সিলেটভিউ ডেস্ক :: ইউরো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আবারও স্থগিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্বোধনী আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী বছরে। বুধবার ইউরো টি-টোয়েন্টি লিগ স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা। 

২০১৯ সালে শুরুর কথা ছিল আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ছয়টি শহর নিয়ে আয়োজিত হতে যাওয়া নতুন এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ। কিন্তু সেবারও এক বছর পিছিয়ে দেওয়া হয় নতুন এই টুর্নামেন্ট। 

তবে চলতি বছর ইউরো টি-টোয়েন্টি লিগ আয়োজনের ব্যাপারে গত কয়েকমাস ধরে আলোচনাও চালিয়ে যাচ্ছিল আয়োজকরা। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো করোনাভাইরাস। তার জন্য আবারও এক বছর পিছিয়ে দেওয়া হলো আসরটি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে হবে ইউরো টি-টোয়েন্টি লিগ। 

সিলেটভিউ২৪ডটকম / ২৪ জুলাই, ২০২০ /ডেস্ক/ মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন