আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

টি-টোয়েন্টিতেও কি হোয়াইটওয়াশ?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৮ ০০:১৬:৫৪

নিউজিল্যান্ড সফরে এখনও ভালো কিছু দেখাতে পারেনি বাংলাদেশ। কিউইদের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও ইতোমধ্যে হেরে গেছে বাংলাদেশ। এই সিরিজে বাকি আছে একটি ম্যাচ। স্বাগতিকদের বিরুদ্ধে আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। তাছাড়া এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয়টি টি-টোয়েন্টি খেলে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। তাই ঘুরে ফিরে একটি কথাই আসছে যে, টি-টোয়েন্টি সিরিজেও কি হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ?

টাইগার ওপেনার তামিম ইকবাল অবশ্য আশার কথা শুনিয়েছেন। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা মনে করি না যে, আমরা এখানে শুধু হারতে এসেছি। আমরা এখনও বিশ্বাস করি যে, নিউজিল্যান্ডকে আমরা তাদের কন্ডিশনে হারাতে পারি।

কিন্তু বিগত ম্যাচগুলোতে দেখা গেছে, প্রত্যেকটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কোনও ম্যাচেই লড়াই জমিয়ে তুলতে পারেনি টাইগাররা। কোনও ম্যাচে ব্যাটিং ভালো হয়েছে। আবার কোনও ম্যাচে বোলিং ভালো হয়েছে। তথা, ব্যাটিং-বোলিং কম্বিনেশন এখনও কোনও ম্যাচে দেখা যায়নি।

সিরিজের প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচে খেললেও রবিবারের ম্যাচে খেলতে চাইছেন না টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিনি নাকি আবার পিঠে ব্যথা অনুভব করছেন। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার তাসকিন আহমেদকে। অন্যদিকে, নিউজিল্যান্ডকে একাদশে ইনজুরি পাওয়া লুকে রঞ্চির জায়গায় দেখা যেতে পারে টম ব্লান্ডেলকে। সেই সাথে দেখা যেতে পারে জর্জ ওয়ার্কারকে।

গত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে। ওই ম্যাচে দেখা গেছে এখানকার উইকেট ব্যাটিং সহায়ক। কিন্তু গত ম্যাচে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এদিন মাউন্ট মঙ্গানুইয়ের আকাশ থাকবে পরিষ্কার।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): কেন উইলিয়ামসন (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, কলিন ‍মুনরো, কোরি অ্যান্ডাসরসন, কলিন ডি গ্র্যান্ডহোম/জেমস নিশাম, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি/বেন হুইলার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট/লকি ফার্গুসন।

শেয়ার করুন

আপনার মতামত দিন