আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ১৮:২৬:১৩

বড়লেখা প্রতিনিধি :: “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এরকম নানা স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ। গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্ত, ইউএনডিপির ডিস্ট্রিক ফেসিলিটেটর মাহবুবুল আলম, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী একেএম মাহাতাব উদ্দীন, উপজেলা সমন্বয়কারী রনজিৎ কুমার সেন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৭/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন