আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছিনতাইয়ের শিকার শাবি শিক্ষার্থীর থানায় অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ২৩:৫১:১১

শাবি প্রতিনিধি :: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের শিকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী সাদ আলদ্বীন সিফাত বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, নগরীর হাউজিং এস্টেট এলাকায় টিউশনি থেকে বাসায় ফেরার পথে চার-পাঁচজন লোক ছুরি দেখিয়ে বাইসাইকেল, মোবাইল (আইএমইআই নং ৩৫১৭০৮০৯০০২৮৩৯৩) ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এম তানজিল হাসান সহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে অভিযোক্ত করেন তিনি। ঘটনার সময় অভিযোক্ত তানজিলকে মোটরসাইকেলযোগে ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন তিনি। পূর্বশত্রæতার জের ধরে তানজিল পরিকল্পিতভাবে এমন কাজ করতে পারে বলে অভিযোগ করেন তিনি।

জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। এরমধ্যে একটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ নভেম্বর ২০১৭/ এমকে/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন