আজ বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ইং

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৫ ১২:৪৬:০৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সকাল ১১টা থেকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় বগি লাইচ্যুতির ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি ৩নং লাইনের পেছনের একটি বগির চাকা আকস্মিক লাইনচ্যুত হয়ে পড়ে।

এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সিলেট রেলওয়ে  কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ জানিয়েছে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। যতোদ্রুত সম্ভব তারা ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এদিকে, আকস্মিক রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে তারা ছড়িয়ে ছিটিয়ে অপেক্ষার প্রহর গুণছেন।

আবার অনেকেই বিকল্প হিসাবে সড়ক পথে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৫ডিসেম্বর২০১৭/এমইকে

শেয়ার করুন

আপনার মতামত দিন