আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মুক্তিযুদ্ধের সংগঠক খলিলুর রহমানের মৃত্যুতে শোক সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৬ ১৯:৪২:১৩

সিলেট :: মহান মুক্তিযুদ্ধের  সংগঠক সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি, ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক মোহাম্মদ খলিলুর রহমানের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে নগরীর হাউজিং এস্টেটস্থ সমিতির সভাকক্ষে সমিতির সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন এর  পরিচালনায় শোক সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের আলোকপাত করে বলেন, সদ্য প্রয়াত  মোহাম্মদ খলিলুর রহমান ছিলেন নিরহংকার সদালাপী ও দৃঢ়চেতা অধিকারী মনের মানুষ । তাঁর ত্যাগের দৃষ্টান্ত স্মরণীয় হয়ে থাকবে। একজন সাদা মনের মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাঁর অবদান ভুলার নয় তিনি আমাদের মধ্যে বেঁেচ থাকবেন চিরকাল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম ও উপ-কর কমিশনার আখেরীজ্জামান।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিটিএল এর সহ-সভাপতি আবিদ আলী চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, সাবেক সভাপতি এডভোকেট এম ই,এম ইকবালুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সাবেক সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস, শফিকুর রহমান, সাবেক সাধারণ  সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট আব্দুল আমীন পাঠান, এডভোকেট আজিজুর রহমান, বিধুভুষন ভট্রাচার্য, এডভোকেট আলী আহমদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমানা আজাদ, এডভোকেট সৌমেন ভট্রাচার্য, ইকবাল আহমদ চৌধুরী, এডভোকেট ইফতেকার হোসেন মঞ্জু এডভোকেট কামাল আহমদ প্রমুখ।

সভা শেষে তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সোমবার সকাল ৭টায় নগরীর নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন