আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরের নলজুর এ্যাপ্রোচ সড়কে ধস: যানচলাচল বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৭ ১১:৫৭:২৪

সানোয়ার হাসান সুনু, নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর- আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ঘোষগাঁও সংলগ্ন  নলজুর নদীর উপর নির্মিত নলজুর সেতুর এপ্রোচের মাটি ধসে যাওয়ায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার ব্রীজের দক্ষিণ অংশের অধিকাংশ মাটি নদীতে মিশে যাওয়ার ফলে ঐ রোডের সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে গেছে। উপজেলার ঘোষগাঁও এলাকায় নলজুর নদীর উপর নির্মিত নলজুর সেতুর এপ্রোচের অধিকাংশ অংশ ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঐ সড়কে চলাচলকারী হাজার হাজার জনসাধারণ চরম দূর্ভোগে পড়েছেন। উল্লেখ্য উপজেলাবাসী ঐ সড়ক দিয়ে বেগমপুর হয়ে রাজধানীর সাথে যোগাযোগ করে থাকেন। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটের অধিকাংশ উপজেলার জনসাধারণ ঐ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। গত বছর শতাধিক কোটি টাকা ব্যয়ে নলজুর নদীর উপর নির্মিত ৪৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। বিগত প্রায় ৬ মাস যাবত ব্রীজের এপ্রোচের মাটি ধসে পড়তে থাকে। এ নিয়ে জাতীয় দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকাগুলোতে একাধিক রিপোর্ট প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নির্বিকার হয়ে আছেন। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সাথে আলাপ হলে তিনি বলেন, ব্রীজের মাটি সরে যাওয়ায় বর্তমানে ঐ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রæত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি। অন্যতায় এ বড় স্থাপনাটি নলজুর নদীর গর্ভে হেলে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সাথে আলাপ হলে তিনি জানান, ব্রীজটি দেখে ‌দ্রুতগতিতে সংস্কার কাজ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সিলেটভিউ২৪ডটকম/০৭ ডিসেম্বর ২০১৭/এসএইচএস/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন