আজ শনিবার, ১১ মে ২০২৪ ইং

মুরারিচাঁদ কলেজে মোহনার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৭ ১৭:৩৭:৫২

সিলেট :: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষায়তন মুরারিচাঁদ কলেজের ‘মোহনা’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ২০১৭ বৃহস্পতিবার কলেজ ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ এ ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তোতিউর রহমান, মোহনার উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

মোহনার সভাপতি মোঃ এনাম উদ্দিনের রক্তদানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত রক্তগ্রহণ প্রক্রিয়া চলে। এতে স্বতঃস্ফূর্তভাবে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকমন্ডলী রক্তদান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন। কলেজের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে।

সিলেটভিউ২৪ডটকম/ ০৭ ডিসেম্বর ২০১৭/ প্রেবি/ এমইউএ 

শেয়ার করুন

আপনার মতামত দিন