আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজার সমিতি ও পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৮:২০:২৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৮২০ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সিলেটস্থ মৌলভীবাজার সমিতির উদ্যোগে আদমপুরের নইনারপার বাজারে ৩শ’ ও কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা সভাকক্ষে ৫২০ জন শীতার্তের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

পৌরসভা মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও পৌর মেয়র আনোয়ার হোসেন এর পরিচালনায় কম্বল বিতরণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন এলাকার শীতার্ত ৫২০ জন লোকের মধ্যে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়।

অপরদিকে বিকাল তিনটায় আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুস্তুম খান, নির্বাহী সদস্য কমরেড সিকন্দর আলী, সৈয়দ মহসিন হোসেন, অর্থ সম্পাদক আলীম উদ্দীন, মো. সফিক আলী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. হালিমুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব মো. নাজিম বখত, আজীবন সদস্য আবুল হোসেন, আতাউর রহমান প্রমুখ।  অনুষ্ঠানে ৩০০ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/জেএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন