আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

শীতার্ত মানুষের মাঝে ‘আলোর পথযাত্রী’র শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৮:৫৪:০৬

সিলেট :: স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথযাত্রী’র উদ্যোগে সিলেট নগরীর আখালিয়া এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ফরহাদ বক্সের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ইলিয়াছ চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে আবিদুর রহমান ওহী, কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ, তরুণ সমাজসেবক ফয়জুল হক, পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ খাঁন পারভেজ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মুহিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোমেনেরস স্ত্রী সেলিনা মোমেন, পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সভাপতি আতাউর রহমান ইকবাল, জেলা ছাত্রলীগ নেতা রাহাদ তফাদার, ছাত্রলীগ নেতা আবুল কাশেম, যুক্তরাজ্য প্রবাসী হিরন বক্স, সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা খানম, মুরব্বী আকরম আলী, আনোয়ার বকস হান্নান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন