আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ২২:৩৫:২৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সম্মেলনের প্রায় আড়াই বছর পর সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ৭৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ওই কমিটির অনুমোদন দেন। সব জল্পনা-কল্পনার শেষে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করায় নেতাকর্মীদের মনে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি পংকি খান, সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ফখরুল ইসলাম মতছিন, হাজী ইরন মিয়া, সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, আখদ্দুছ আলী, হাজী মোঃ আসাদুজ্জামান, জবেদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল, মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মন্নান, তথ্য ও গবেষনা সম্পাদক আনোয়ার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান লিলু, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রুকিয়া বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল বাহার আনা মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক সাধণ চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক জহির হোসেন, সহ দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- শফিকুর রহমান চৌধুরী, আ.ন.ম শফিকুল হক, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজমিন হোসেন, হাজী মজম্মিল আলী, ছয়ফুল হক চেয়ারম্যান, এস এম নুনু মিয়া, অধ্যক্ষ আবদুল মুকিদ, তাজ উদ্দিন আহমদ, শফিক উদ্দিন স্বপন, শেখ নূর মিয়া, কবির আহমদ কুব্বার, আফরোজ বক্স খোকন, মখদ্দুছ আলী, অধ্যক্ষ নেহারুন নেছা, মানিক মিয়া, রিয়াজুল হক, শেখ বাবরুছ আলী, আজিজুর রহমান, জয়ন্ত আর্চায্য, আহমদ আলী, সাজিদ আলী, তপন দাস, আকবর আলী, আবদুল জলিল জালাল, এমদাদুল হক, আনোয়ার আলী, শেখ আজাদ, আখতার হোসেন জুনেদ, মিজানুর রহমান, নাজমুল আলম চৌধুরী অপু, ডাক্তার শানুর হোসেন, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, এনামুল হক মেম্বার, আবুল কালাম, আশিক আলী, এড. আলমগীর চেয়ারম্যান, নিজাম উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/পিবিএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন