আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে গহরপুর এসোসিয়েশন ইউকে’র বৃত্তি প্রদান ও সনদ প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ২৩:৫৫:০৮

বালাগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীদের আগামীদিনের রাষ্ট্রনায়ক, প্রধান বিচারপতি, জগৎবিখ্যাত পরমাণুবিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে হবে। মানুষ বড় হিসেবে জন্মা নেয় না, তার শিক্ষা, অধ্যবসায় আর স্বপ্ন তাকে বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠা করে। শিক্ষা দুর্ভাগাদের আশ্রয় এবং ভাগ্যবানদের অলঙ্কার উল্লেখ করে তিনি বলেন, জীবনের বড় হওয়ার দু’টি মাধ্যম রয়েছে একটি শিক্ষা অপরটি শ্রম। যারা শিক্ষা অর্জনের পাশাপাশি পরিশ্রম করবে তারা জগতে প্রতিষ্ঠিত হতে পারবে। আমাদের জাতির সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের ভাল পড়ালেখার সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের জ্ঞানের আলোয় আলোকিত করে তুলতে হবে। যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনসহ আমাদের দেশের প্রবাসী সংগঠনগুলো শিক্ষা এবং সমাজসেবায় ব্যাপক অবদান রাখছেন। তাদের যথাযথ মুল্যায়ন করতে হবে এবং শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষক, অভিভাবকদেরও আন্তরিক চেষ্টা চালিয়ে যেতে হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী শনিবার দুপুরে গহরপুর এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমুহের ২০১৭সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এপ্লাস এবং এগ্রেড প্রাপ্ত প্রায় সাড়ে ৩শ কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর এসোসিয়েশন ইউকে’র সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল মিয়া।

সমাজকর্মী এডভোকেট মইনুল ইসলাম ও সুহেল বারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বৈরাগীবাজার আইডিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ শফিক উদ্দিন, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ আহমদ, গহরপুর এসোসিয়েশন ইউকে’র সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ নেছাওর, সাধারণ সম্পাদক ছহুল এ. মুনিম, কোষাধ্যক্ষ মো. আজাদ খাঁন, যুগ্ম কোষাধ্যক্ষ সুহেল আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রবীণ শিক্ষানুরাগী ডা. কাজল লস্কর, হাজী এমএ মালেক, মনোহর খান, আব্দুল করিম তালুকদার, বাবরু মিয়া, মুজিবুর রহমান, হাজী গুলশের আলী, আব্দুল জলিল, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সমাজ কল্যাণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদির, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান পংকি, শুভ লস্কর, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক রুহুল আমিন, দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, শিওরখাল সরকারী প্রাথমিক বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা পারভীন, আলফালাহ একাডেমির প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, কলুমা আব্দুল গফুর একাডেমির প্রিন্সিপার ওয়েছ আহমদ, সমাজকর্মী আছলম খান, তোফায়েল আহমদ সুহেল, কয়েছুল আলম কয়েছ, ফখরুল ইসলাম, শাহজাহান আহমদ, ইউপি সদস্য আইয়ুব উল্লাহ, আমির উদ্দিন রতন, সাহেলা বেগম, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, আজমান আলী, মো. কনর মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/জেধারজে/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন