আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

অবশেষে খেলার দেখা পাচ্ছে ‘শাহী ঈদগাহ খেলার মাঠ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৫:১৪:৩৯

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ দিন মেলার কারণে বন্ধ থাকা সিলেটের শাহী ঈদগাহ সদর উপজেলা খেলার মাঠ (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) অবশেষে খেলার দেখা পাচ্ছে। তবে এখনো মাঠটিতে মেলা চলমান রয়েছে। ওই মেলা শেষ হওয়ার পর মাঠে শুরু হবে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।

আগামী ৫ মার্চ থেকে শাহী ঈদগাহ খেলার মাঠে টুর্নামেন্টটি যাত্রা শুরুর কথা রয়েছে।

চেয়ারম্যান আশফাক আহমদ জানিয়েছেন, টুর্নামেন্টের প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার এবং চ্যাম্পিয়ন ও রানারআপ প্রাইজমানি এবং ট্রফি প্রদান করা হবে।

জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা পুরস্কারও প্রদান করা হবে। অংশগ্রহণকারী দলগুলোকে ২ হাজার টাকা এন্ট্রি ফি প্রদানের মাধ্যমে নাম তালিকাভুক্তি করতে হবে।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে (সকাল ১০ টা থেকে বেলা দেড়টা এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত রিকাবীবাজারে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নাম তালিকাভুক্ত করা যাবে।

টুর্নামেন্ট সংক্রান্ত যেকোন তথ্য জানার জন্য ০১৭১৩-৮০০০৪৬, ০১৭৯০০১০৬৭৭ সেলফোনে যোগাযোগ করা যাবে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন