আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৯:২৬:০৮

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে ২য় মেয়াদে সরকার গঠন করায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ প্রতিটি বিষয়ে সরকার বৈপ্লবিক উন্নয়ন সাধিত করেছে।

তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুর ১২টায় আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়ক হইতে আঙ্গারজুর পশ্চিমপাড়া পাকাকরণ রাস্তার উদ্ভোধন, আঙ্গারজুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে সালুটিকর-গোয়াইনঘাট সড়ক সংস্কার কাজের ভিত্তি প্রস্থর, পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন, সালুটিকর-গোয়াইনঘাট সড়ক হইতে নন্দিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কার কাজের ভিত্তি প্রস্থর, লামাপাড়া হইতে কদমতলা মাটির রাস্তা উদ্ভোধন, ওই রাস্তায় ২টি পিআইও ব্রীজের উদ্বোধন ও কদমতলা, দ্বারিরপার, দ্বারিকান্দি ও কচুয়ারপার গ্রামে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে ৪১০টি পরিবারের মধ্যে ১০ কি.মি. বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করেন তিনি।

বিকাল ৩ টায় কদমতলা বেসরকারী বিদ্যালয় মাঠে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ এম.পি আরো বলেন, চলতি বছরের মধ্যেই গোয়াইনঘাটের প্রতিটি পরিবারে বিদ্যুতের আলো জ্বলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নিত্যনন্দ দাস, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু হানিফ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ইসমাইল আলী মাষ্টার, ফরিদ আহমদ শামিম, আব্দুল খালিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বয়ক শাহাব উদ্দিন, জইন উদ্দিন, নাছির উদ্দিন, বিধান চন্দ, সোহান দে, মাহবুবুর রহমান রিপন, মিসবাহ আহমদ, ফয়জুর রহমান, মিজানুর রহমান, মহিউদ্দিন মহি, আমিনুর রশিদ শামিম, মইন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ জামিল লায়েক, ছাত্রলীগ নেতা তমিজুর রহমান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এমএএম/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন