আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে ব্যাঙ সংরক্ষনে সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৯:৫৭:৪১

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্যাঙ সংরক্ষণে করনীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বব্যাপী ব্যাঙের সংখ্যা দিন দিন কেন কমে যাচ্ছে এবং তাদের সংরক্ষণ করার জন্য কি করা যায়? এই প্রশ্নকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শাবিপ্রবির একমাত্র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি।

সেমিনার আয়োজনে সার্বিকভাবে সহায়তা করেন বিশ্বব্যাপি ব্যাঙ নিয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘সেইভ দ্যা ফগ’। 

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘সেইভ দ্যা ফগ’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং পরিবেশবিদ ড. কেরি এম. ক্রিগার। আলোচনায় তিনি জীববৈচিত্রে ব্যাঙের অবস্থান তুলে ধরেন এবং ব্যাঙ রক্ষায় সকলকে সচেষ্ট হতে অনুরোধ জানান। এছাড়াও সেমিনারে শাবিপ্রবির জীববৈচিত্র এবং ব্যাঙ নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ আব্দুল আউয়াল বিশ্বাস, সংগঠনটির সভাপতি তারিক আহমেদ অনিক ও সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এমকে/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন