আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় জমেছে ঈদের কেনাকাটা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২২ ০০:২১:০৯

বড়লেখা প্রতিনিধি :: রাত পোহালেই ঈদ। তাই শেষ সময়ে মৌলভীবাজারের বড়লেখায় জমেছে ঈদের কেনাকাটা। বিপণিবিতানগুলোতে ক্রেতাসমাগমের পাশাপাশি বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। তবে বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি একটু কম।
সরেজমিনে পৌরশহরের বিভিন্ন বিপণিবিতানগুলো ঘুরে দেখা গেছে, পছন্দের পোশাক কিনতে বিপানীবিতানগুলোতে নারী, তরুণ-তরুণী ও শিশুরা ভীড় করছেন। বেশি বিক্রির তালিকায় আছে পাঞ্জাবি, প্যান্ট-শার্ট, থ্রিপিস ও সালোয়ার-কামিজ এবং বাচ্চাদের পোশাক। এ ছাড়া তৈরি পোশাকের পাশাপাশি পছন্দের নকশার পোশাক তৈরিতে তরুণ-তরুণীরা ছুটছেন টেইলার্সগুলোতে। প্রসাধনী ও জুতা-স্যান্ডেলের দোকানগুলোতেও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে।
ঈদের কাপড় কিনতে আসা আলতাফ হোসেন মঙ্গলবার রাতে বলেন, ‘সাধ ও সাধ্যের সমন্বয় করে ঈদের কেনাকাটা করতে হচ্ছে।’

পৌরশহরের মসজিদ মার্কেটের প্রত্যাশা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল বাছিত মঙ্গলবার রাতে বলেন, শেষ সময়ে বিকিকিনি একটু বেড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বিকিকিনি একটু কম। তবে বিক্রি যা হয়েছে, তা খারাপ না।’

এদিকে শেষ সময়ে চুলে ছাট, রঙ লাগানো ও দাড়ি কাটতে সেলুনগুলোতেও ভিড় করেছেন পুরুষরা।

সিলেটভিউ২৪ডটকম/২২ আগস্ট ২০১৮/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন