আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

উন্নয়নের স্বার্থে পুনরায় এমপি মানিককে নির্বাচিত করার আহ্বান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৯ ১৩:৩০:০১

ছাতক প্রতিনিধি:: উন্নয়নের ধারাবাহিক রক্ষায় সুনামগঞ্জ-৫ আসন থেকে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে ছাতক উপজেলা আওয়ামীলীগের এক আলোচনা সভায় নেতাকর্মীদের বক্তারা বলেন শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে ছাতক-দোয়ারাবাজারের অসমাপ্ত উন্নয়ন সমাপ্তির লক্ষ্যে তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিকে ভোট দেওয়ার  আহ্বান জানানো হয়।

ছাতক পৌরশহরের বাবলু কমপ্লেক্সে ছাতক পৌর সভার প্রতিষ্টাতা মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন, স্বরাজ কুমার দাস, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, চান মিয়া চোধুরী, আফজাল আবেদীন আবুল, আখলুছ মিয়া, আরশ আলী, স্বপন তরপদার, আব্দুল মান্নান, মুজিবুর রহমান, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।

বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নজমুল হোসেন,  যুবলীগ নেতা শাহ মোহাম্মদ আরজ মিয়া, হিফজুর রহমান সমর, শাহ মোহাম্মদ ফারুক মিয়া, শ্রমিক লীগ নেতা জামিল আহমদ, খলিলুর রহমান, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান রুয়েল, নজরুল ইসলাম আবাব, আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, যুবলীগ নেতা আল-আমীন জাবেদ আহমদ, সফির মিয়া, রিয়াদ আহমেদ, ইকবাল হোসেন, পারভেজ মিয়া, করম আলী, গিয়াশ উদ্দিন, তেরা মিয়া, ইসতিয়াক আহমদ, আজিজুর রহমান, ছহুল ইসলাম, প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯সেপ্টম্বর২০১৮/এমএ/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন