আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে আ.লীগের প্রার্থী কামালের মনোনয়ন বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১৫:১৬:৩৪

মৌলভীবাজার প্রতিনিধি :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. কামাল হোসেন এর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার মো. আশরাফুর রহমান মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন।

কামাল হোসেনের আইনজীবী তপন পাল তপু বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল হোসেনের ছোট ভাইয়ের একটি ব্যাংক লোনের জামিনদার ছিলেন। সে কারনে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এব্যাপারে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। এটা পরিকল্পিতভাবে এটা বাতিল করা হয়েছে।

কামাল হোসেন মৌলভীবাজার সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান পদে একক প্রার্থী। তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছিলেন।

মো. কামাল হোসেন বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪ বারের নির্বাচিত সভাপতি।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা খাঁন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯/ওফানা/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন