আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২২ ২২:৫৬:৪৬

সিলেট :: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির এক জরুরী সভা  শুক্রবার বাদ জুম'আ বাজারে অফিসে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি দিলোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাগুল ক্যাম্পের ইনচার্জ আব্দুল আজিজ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম তারা মিয়া, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইন্তাজ আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার আনসার আলী, সমিতির সহ সভাপতি মুহিবুর রহমান কাজল, সহ সাধারণ সম্পাদক আলাল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা মো. শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আব্দুল মনাফ, সদস্য আব্দুল করিম, মনির উদ্দিন কারিগর, আজমল আলী, সমুজ আলী, হারুন অর রশিদ, হারুন মিয়া, ব্যবসায়ী সদস্য আজির উদ্দিন, আলা উদ্দিন আলাই, আব্দুল হান্নান, ডা. আকরাম উদ্দিন, ডা. নিজাম উদ্দিন, শফিক মিয়া, রহমান মিয়া, আব্দুল মতিন, ফয়সল উদ্দিন প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, যারা আইনশৃঙ্খলা অবণতি ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো ট্রলারেন্স নীতি রয়েছে। তিনি বলেন, অপরাধী যেই হোকনা কেন, তাকে শাস্তি ভোগ করতে হবে। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সমিতির নেতৃবৃন্দ বলেন, যারা মাদকদ্রব্য বিক্রয় করে সমাজকে নষ্ট করার পাঁয়তারা করছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা অবৈধভাবে জমি দখল করে বাজারে পরিবেশ নষ্ট ও উশৃঙ্খল সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও সমিতি ও  প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ২২ ফেব্রুয়ারি ২০১৯/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন