আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

২০১৮ সালের IGCSE পরীক্ষায় রাইজ স্কুলের শিক্ষার্থীদের সাফল্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১২ ১৩:৪১:২১

সিলেট :: রাইজ ইন্টার ন্যাশনাল স্কুল, সিলেট শহরের একমাত্র ক্যামব্রিজ কারিকুলাম সমৃদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৮ সালে রাইজ স্কুলের প্রথম ব্যাচ IGCSE পরীক্ষা সম্পন্ন করেছে। এদের মধ্যে বেশকিছু শিক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

রিফাহ তাসপিয়া মিটি, প্রথম IGCSE এর ছাত্রী, Global Perspective বিষয়ে অসামান্য ফলাফলের জন্য ক্যামব্রিজ এর পক্ষ থেকে পুরষ্কৃত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর এক্সাম সাবস্টিয়ান পিয়ার্স তাকে এই পুরষ্কার তার তুলে দেন।

অন্যদিকে ইরফান জালাল ফাবি, পদার্থবিদ্যা, হিসাব বিজ্ঞান, ব্যাবসায় শিক্ষা ও আইসিটি বিষয়ে A* অর্জন করেছে।

রাইজের প্রথমবারের মত IGCSE পরিক্ষায় অংশগ্রহণ এবং এই সাফল্যতার পিছনে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকমণ্ডলী, অভিবাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত অবদানের কারণে এই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা বলেন- ৪ বছরের এই পদযাত্রায় এই অসাধারণ সাফল্য মাইলফলক হয়ে থাকবে। আমরা আশাবাদী এবং প্রত্যাশা করছি আগামী দিনগুলোতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ মার্চ ২০১৯/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন