আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের ৫ উপজেলায় ‘নৌকাডুবি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ০০:২১:১০

নিজস্ব প্রতিবেদক :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের পাঁচটি উপজেলায় পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। কেন্দ্রের মনোনীত এসব প্রার্থীদের পরাজিত করে অনেকটা নাটকীয়তার জন্ম দিয়েছেন পাঁচ বিদ্রোহী প্রার্থী। বিএনপিবিহীন এবারের উপজেলা নির্বাচনে সিলেটের প্রায় প্রত্যেকটি উপজেলায় ছিলো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

তবুও কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই জয় পাবেন এ ধারণা ছিলো অনেকের। তবে সেই ধারণাকে ভুল প্রমাণিত করে অনেকটা ‘নৌকাডুবি’ ঘটিয়েই জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। তাদের জয় কেন্দ্রের মনোনয়নকেও অনেকটা ভুল প্রমাণিত করেছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজয় বরণ করেছেন। এসব উপজেলার কোনটিতে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে নৌকা। আবার কোন কোন উপজেলায় জয়ী প্রার্থীর সাথে প্রতিদ্ব›িদ্বতায় আসতে পারেননি আওয়ামী লীগের প্রার্থীরা। তবে এসব উপজেলার কোনটিতেই জয় পাননি বিএনপি সমর্থিত কোন প্রার্থী।

পাঁচটি উপজেলায় জয়ী এসব প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত হয়েই বিদ্রোহী প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন। তবে তাদের দাবি ছিল দলই উন্মুক্ত নির্বাচনের সুযোগ দিয়েছে।

ফেঞ্চুগঞ্জে নুরুল ইসলাম, জৈন্তাপুরে কামাল আহমদ, গোয়াইনঘাটে ফারুক আহমদ, কোম্পানিগঞ্জে শামীম আহমদ ও বিয়ানীবাজার উপজেলায় আবুল কাশেম পল্লব আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থী হয়েও জয় পেয়েছেন।

পরাজিত প্রার্থীদের ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা সিলেটভিউকে বলেন, যেসব নেতা পরাজিত হয়েছেন তাদের সাথে এলাকার ভোটার ও দলীয় নেতাকর্মীদের সুসম্পর্ক ছিলো না। এবারের নির্বাচন অনেকটা উন্মুক্ত হওয়ায় আওয়ামী লীগ দলীয় ঘরানার বিকল্প প্রার্থীকেই বেছে নিয়েছেন ভোটাররা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন