আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ২৩:২১:২০

বালাগঞ্জ প্রতিনিধি :: পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার মাতৃ ও শিশু মৃত্যু রোধে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি জনস্বার্থে এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার নাগরিকদের সহযোগিতা প্রদানের আহবান জানান।

তিনি মঙ্গলবার (১৯ মার্চ) বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অংশগ্রহণে কর্মশালায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু রঞ্জন রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, গাইনি বিশেষজ্ঞ ডা. অমর গুল আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার এবিএম সামছুদ্দিন।

অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম, মেডিকেল অফিসার ডা. রোকসানা বেগম, মমতা প্রকল্পের ডা. লাকী আক্তার, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক লটই, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচটিএম ফখর উদ্দিন, বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাখাল চন্দ্র দাস, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ইউপি সদস্য দিলারা বেগম, হালিমা বেগম, মমতা প্রকল্পের কর্মকর্তা তুষার আহমদ, সীমান্তিক কর্মকর্তা এইচএম ফজলু প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/জেডআরজেড/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন