আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা প্রভাত বৈদ্যের স্মরণসভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২১ ২১:১৮:০৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক লীগ ও শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য প্রভাত বৈদ্যের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

সভায় বক্তারা বলেন, প্রয়াত প্রভাত বৈদ্য ছিলেন একজন আপাদমস্তক আওয়ামী লীগ প্রাণ একজন মানুষ। দলের প্রয়োজনে যার বিচরণ ছিল সর্বত্র। সৎ, ত্যাগী ও দলের নিবেদিত প্রাণ মানুষ প্রভাত বৈদ্যের মতো নেতাকর্মীরাই আওয়ামী লীগকে সু-সংগঠিত করেছেন যুগে যুগে। দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে তাদের ভ‚মিকা ছিলো অতুলনীয়। তাই আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া এসব কৃতি মানুষদের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামীর পথ চলতে হবে।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক শেখ কাওছার আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল ও প্রয়াতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রভাত বৈদ্যের পুত্র বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক কল্যাণ আবদুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, উপদেষ্টা মন্ডলীর সদস্য শের আলী, আওয়ামী লীগ নেতা আকবর আলী মেম্বার, আলী আকবর মিলন মেম্বার, লাল মিয়া, আনহার মিয়া, গিয়াস উদ্দিন, নূর মিয়া মেম্বার, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, যুবলীগ নেতা জাবেদ আহমদ, তোফায়েল আহমদ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২১ মার্চ ২০১৯/পিবিও/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন