আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে নৃত্যশৈলীর ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৩ ০১:১১:৩৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নৃত্যশৈলীর এপার বাংলা-ওপার বাংলা নৃত্যোৎসবের দ্বিতীয় দিনেও অনবদ্য পরিবেশনায় মুগ্ধ করেছে নৃত্যশৈলীর শিল্পীরা।

সূচনা কার্যক্রম শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের  ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ শীর্ষক গানের সাথে  মুক্তমঞ্চে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে তারা ।

নাচে অংশগ্রহণ করে অধরা, মম, অর্থী, বৃন্দা, তাহা, দীঘি, আসফি, তাথৈ এবং রাইসা।

উদ্বোধনী নৃত্য শেষে তারা একেএকে পরিবেশন করে ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, ‌'এমন যদি হতো', 'রাঙ্গিয়ে দিয়ে যাও', ‘কনক চাঁপা ধান’ ইত্যাদি জনপ্রিয় গানের সাথে নৃত্য পরিবেশনা করেন।

নৃত্যশৈলীর পরিবেশিত সবকটি নৃত্যের পরিচালনা করেন সংগঠনটির পরিচালক নিলাঞ্জনা জুঁই।

এছাড়াও  বিশেষ আয়োজনে ‘কালো জলে’ শিরনামের গানের সাথে নৃত্য পরিবেশন করেন একাডেমি ফর মনিপুরি কালচার অ্যান্ড আর্ট (এমকা) এর নৃত্য শিল্পীরা যার পরিচালনায় ছিলেন শান্তনা দেবী।

নন্দিতা দাস'র পরিচালনায় ‘আজ ফাগুনে’ গানের সাথে অনুষ্ঠানের প্রথম অর্ধের শেষ নৃত্য পরিবেশন করেন নৃত্য রঙ সিলেটের নৃত্য শিল্পীরা।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ মার্চ ২০১৯/এসএস/এক


শেয়ার করুন

আপনার মতামত দিন