আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গণহত্যা দিবস উপলক্ষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে শ্রদ্ধ নিবেদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৬:৫০:১২

সুনামগঞ্জ প্রতিনিধি :: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে প্রষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন।

সোমাবার সকাল ১০ টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন নাহার রুমা, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা মুতিউর রহমান, আব্দুল হাসিম, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মকসুদ আলী, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।

এছাড়াও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতা আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এদেশ অর্জন করেছি। পাকিস্তানী শাসক গোষ্ঠী ২৫ শে মার্চ রাতে নির্বিচারে গণহত্যা চালায়, যা ইতিহাসের বরর্বতম ঘটনা। এর একদিন পরই জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশণায় স্বাধীনতার  ঘোষণা করা হয়। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। যা আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে ।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন