আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে প্রবাসী মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৭:১৩:১৫

মৌলভীবাজার প্রতিনিধি :: আমেরিকা প্রবাসী মো. মিছবাহ উদ্দিন আহমদ রবিনকে মৌলভীবাজারে সংবর্ধনা প্রদান করেছে দি স্টার কিন্ডার গার্টেন ও জুনিয়র হাই স্কুল।

মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে রবিবার রাতে মাওলানা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ।

সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, ইটা ইসলামি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম।

এসময় মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ বলেন, বাংলাদেশের জনগণ ইসলামকে সামনে রেখে জীবন পরিচালনা করেন। ইসলাম প্রত্যেকটি বিষয়ে মানুষের করণীয় নির্ধারণ করে দিয়েছে। সম্পদের ভাগ-বাটোয়ারা কিভাবে করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। আপনার টাকা থাকলে কিভাবে খরছ করবেন না থাকলে কিভাবে জীবন পরিচালনা করবেন সব কিছুই ইসলামি বিধানে আছে।

তিনি বলেন, মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ বেশিরভাগ ইউরোপ-আমেরিকা প্রবাসী। তাদের দেশের রাজনীতি ও কালচার ইসলামকে সামনে নিয়ে নয়। এজন্য প্রবাসীরা তাদের প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সন্তানদের দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে তাহলে আমরা সফল হবো।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মো. মিছবাহ উদ্দিন আহমদ রবিনকে ক্রেস্ট উপহার দেন লিডিং ইউনিভার্সির ছাত্র ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ানুল ইসলাম। অন্যান্য অতিথিদেরও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।



সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/ওএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন