আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নাচের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ হয়: সিলেটে সুলতানা কামাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ২৩:৫৫:১৬

নিজস্ব প্রতিবেদক :: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নাচের মাধ্যমে মানুষের আবেগ-অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশিত হয়। এমনকি ভাষা শেখার আগেও নাচের মাধ্যমে মানুষ তার অভিব্যক্তি প্রকাশ করেছে।

তিনি বলেন, বিচ্ছিন্ন মানুষ পূর্ণাঙ্গ হতে পারেনা। সবার সাথে মিশে নিজেকে পূর্ণাঙ্গ করতে হবে। এক্ষেত্রে সুস্থ সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ।

সুলতানা কামাল সোমবার নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ‘এপার বাংলা-ওপার বাংলা’ নৃত্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নৃত্যশৈলী আয়োজিত ৫ দিনের এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর শামীমা চৌধুরী।

সূচনা বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা জুঁই।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী মিনু হক, তারকা নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রমুখ।

কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য রাখেন উৎসবের সমন্বয়ক বিভাস সেন যাদন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মার্চ) শুরু হওয়া উৎসবে বাংলাদেশ ও ভারতে ২৪টি সংগঠনের প্রায় ৪শ’ নৃত্যশিল্পী এ উৎসবে অংশগ্রহন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৫ মার্চ ২০১৯/এক


@

শেয়ার করুন

আপনার মতামত দিন