আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট শহীদ মিনারে চলছে শ্রদ্ধা নিবেদন, মানুষের ঢল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ১১:১২:২০

নিজস্ব প্রতিবেদক :: বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। যুদ্ধাপরাধীমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মিনারের পাশেই রক্তদান কর্মসূচি ও চলছে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশ এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয় নানা কর্মসূচি।

সকালে সিলেট স্টেডিয়োমে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন