আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রাজনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৭:১৫:৩০

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্ধশত কাচা ঘরের চাল উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে এবং গাছ ভেঙ্গে পড়ে তার ছিড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার সময় রাজনগর উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ১৫ মিনিটের ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘর বাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ৮ ইউনয়িনের প্রায় অর্ধশত কাচা ঘরের চালা উড়ে গেছে। ঘরের বেড়া পড়ে গেছে।

এছাড়াও ব্যপক হারে গাছপালা ভেঙ্গে পড়েছে বলে জানয়িছেন উপজেলা নির্বাহী অফিসার।

এদিকে ঝড়ের সময় গাছ পড়ে পল্লি বিদ্যুতের লাইনের ব্যপক ক্ষয ক্ষতি হয়েছে। ৩টি খুঁটি উপড়ে গেছে। ১৩টি স্থানে বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। ফেঞ্চুগঞ্জের গ্রীড লাইন বন্ধ রয়েছে। বিকালে সচল হওয়ার কথা থাকলেও তা এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত সঞ্চালন লাইন সচল হয়নি।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তার বলেন, ঝড়ে বেশ ক্ষতি হয়েছে বলে ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরিষদে দেয়ার জন্য বলা হয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এআরএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন