আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট শাখার দ্বি বার্ষিক সম্মেলন ৩ মে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৭:৪৭:১৯

সিলেট :: সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে।

এ লক্ষ্যে শনিবার সন্ধ্যায় নগরীর সারদা হলের সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিজ কার্যালয়ে প্রতিনিধি সভার অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে ও গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় মুঠো ফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জোটে'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গোলাম কুদ্দুস।

সভায় ৪৯ টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত  সদস্যদের সম্মতিতে এ সিন্ধান্ত গৃহিত হয়।

৩ মে সকালে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে বের করা হবে আনন্দ শোভাযাত্রা।

উপস্থিত থাকবেন নির্বাহী কমিটির সভাপতি গোলাম কুদ্দুসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

সিলেটের সম্মেলন সফলের লক্ষ্যে আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে আহ্ববায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নাজনীন হোসেন, শামসুল আলম সেলিম, গৌতম চক্রবর্তী, মোকাদ্দেস বাবুল, মিলু কাশেম, বিপ্রদাস ভট্টাচার্য, আবু তাহের, সুকান্ত গুপ্ত, কামাল আহমেদ দূর্জয়, আশরাফুল ইসলাম অনি।

এছাড়াও কমিটি গুলোর আহ্ববায়কগণ হলেন- রানা কুমার সিনহা, শামসুল বাসিত শেরো, আমিরুল ইসলাম বাবু, বিভাষ শ্যাম যাদন, বিধুভূষন ভট্টাচার্য, নীলাঞ্জন  দাশ টুকু, অমিত ত্রিবেদী, বিমান তালুকদার ও মাধব কর্মকার।


সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন