আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৬ ২১:১৬:১০

মৌলভীবাজার প্রতিনিধি :: বাংলা বর্ষবরন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে 'ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন'।

শুক্রবার দিনব্যাপী মৌলভীবাজার পৌরমিলনায়তনে অনুষ্ঠিত এ  প্রতিযোগিতায় মৌলভীবাজারের ১৫ স্কুলের ২০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াসিম আহমেদ নিশানের সভাপতিত্বে ও শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক সেলিম, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা এম. মুহিবুর রহমান মুহিব, ওয়াল্টন প্লাজার এসি. জেনারেল ম্যানেজার মনজুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তপু আহমেদ।

প্রধান বিচারক ছিলেন, মৌলভীবাজার শিশু একাডেমীর প্রধান জসিম উদ্দিন মাসুদ, অনুশীলন আর্ট একাডেমির পরিচালক নাঈম আহমদ দিপু। 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, রোটা. ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি রোটা. ইঞ্জি. আবুল কাশেম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশনের সদস্য মাহবুবুর রহমান খান অপু, এস এম বশির আহমদ, সাগর কর, জাকির হোসেন সাকিব, শাহ রজব, উজ্জ্বল, শাহ রায়হান, মাহদি হাসান, ফারহান এ বক্কর, শাহরিয়ার সাকিব মাছুম, আফজাল হোসেন নাঈম, আফসানা রিমা, সাদিয়া, লিমা, হেপি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'আয়োজনটি চমৎকার এবং অনন্য একটি উদ্যোগ। শিশুদের সৃজনশীল কাজে কখনো শর্তারোপ করতে নেই। শিশুরা তাঁদের তুলিতে দেশ ও দশ সম্পর্কে তাঁদের ভাবনা ফুটিয়ে তুলেছে। তাঁদের এই প্রতিভাকে এইভাবে আরো মুল্যায়ন করা হোক।'

প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৪টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার মধ্যে সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ এপ্রিল ২০১৯/ওএফএন/এক


শেয়ার করুন

আপনার মতামত দিন