আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আহত ওসিকে দেখতে ওসমানী হাসপাতালে ছাতকের ব্যবসায়ীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ২২:৩২:২৭

সিলেট :: ছাতক পৌর শহরের জালালিয়া মাদ্রাসার সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সময় গুরুতর আহত হন ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনজার্চ (ওসি) মোস্তাফা কামাল।

তার সাথে আহত দুই এসআইসহ একজন কনেস্টেবলকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের  দেখতে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়ার নেতৃত্বে বুধবার বিকাল ৪টা সময় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে গিয়েছিলেন ছাতক ব্যবসায়ী প্রতিনিধিদল।

এসময় উপস্থিত ছিলেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান, একতা বালু ব্যবাসয়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ব্যবসায়ী ফরিচ মেম্বার, সোহাগ মিয়া, মুকিত মিয়া, কামাল উদ্দিন, বাদশা মিয়া, নাজিম উদ্দিন, আলী আকবর সায়মন, সহ আরোও অনেকে। এ ঘটনার তীব্র নিন্দা জানান ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে ছাতক পৌর শহরের জালালিয়া মাদ্রাসার সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় (ওসি) মোস্তাফা কামাল ও দুই এসআইসহ একজন কনেস্টেবল গুরুতর আহত হন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ মে ২০১৯/এসএ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন