আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ইসলামী ব্যাংক লালাবাজার আউটলেটের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৭ ০১:৪৪:৪০

সিলেট :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ সুরমা শাখার প্রধান ও এফএভিপি মোঃ বুরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্লাহ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ সুরমা শাখার জুনিয়র অফিসার মুহাম্মদ সোহাগ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব খান খোকা মিয়া, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, অগ্রণী ব্যাংক লালাবাজার শাখার ব্যবস্থাপক অজিত কুমার তালুকদার, সালেহা নুর চৌধুরী একাডেমীর পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনাম মিয়া চৌধুরী।

লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ রিপন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার উদ্যোক্তা সৈয়দ আব্দুল হামিদ রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, আবু দৌলত র: মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী উস্তার খান, নিজাম উদ্দিন, ইউপির ৫নং ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, ল্যান্ডমার্ক ব্যবসায়ী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলী, ডাঃ রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, সংগঠক আমিনুল ইসলাম আনহার, আবু বকর আরিফ, সৈয়দ আব্দুর রাজ্জাক, শিপলু আহমদ, ফারহানা ফেরদৌস, পপি আক্তার মিলি সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার শুভ উদ্বোধন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৭ মে ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন