আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ২০:৩০:৪৫

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ মে) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি ও পরিচালনায় উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির চৌধুরী।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক মো. হুমায়ন কবির চৌধুরী বলেন, সংযম অর্জনের মাস রমজান। অসহায় ও নিয়মিত আহার পায় না এমন মানুষের দুঃখ কষ্টকে বুঝবার মাস রমজান। এ মাস আল্লাহ আমাদের দান করেছেন যাতে আমরা দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করতে পারি। দুনিয়ার জীবনের মানুষের কল্যাণে নিজেকে নিয়জিত রাখতে পারি। মানবসেবায় অগ্রজ হয়ে কাজ করে যেতে পারি। রমজান মাস রহমত বরকত ও নাজাতের মাস। আমাদের সকলকে আল্লাহ নাজাত দান করুন সেই প্রার্থনা করি। মানুষের মুক্তি আসুক, বোধ ও চিন্তায় আল্লাহর শোকরিয়া আদায় করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্যোগে এরকম একটি ইফতার মাহফিল আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও প্রশংসা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক ড. হাবিবুর রহমান, শাহ জুলফাজলে, প্রভাষক আব্দুল বাসিত। এছাড়াও বিভাগের সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৯/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন