আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটস্থ বিশ্বম্ভরপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২২ ০১:০৩:৫৩

সিলেট :: সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, রমজান মাসে মহান আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন, তাই এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সুষ্ঠু সমাজ গঠনে আমাদের এগিয়ে আসতে হবে এবং নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে।

মঙ্গলবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সিলেটে বসবাসরত বিশ্বম্ভরপুরবাসীর সংগঠন বিশ্বম্ভরপুর সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমিতির সভাপতি শাহ মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি।

সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেনের পরিচালনায় মাও. মো. ইকবাল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বাবর, এমসি কলেজ, সিলেটের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. জামাল উদ্দিন, দিরাই স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান স্বপন, তাহিরপুর সমিতি সিলেটের সভাপতি এডভোকেট আলী হায়দার, ছাতক সমিতি সিলেটের সাধারণ সমম্পাদক মো. আফজাল হোসেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, ডা. শামসুন নূর মানব, অর্থ সম্পাদক মো. হারুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক মো. মাশুক মিয়া, অন্যান্যের মধ্যে উস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আব্দুল কাদির রতন, সাংবাদিক নেছার আহমদ নেছার, ফতেপুর ইউ/পি’র সাবেক চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, তাহিরপুর সমিতি সিলেটর সাধারণ সম্পাদক রজত ভূষন সরকার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়ন্থ টিটু, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট সদরের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান ও যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, বিশ্বনাথ আজমত উল্লা ডিগ্রি কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, ইছামতি কলেজের প্রভাষক অনুপম চন্দ্র দাস, জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক আব্দুন নূর বাবুল, বাংলাদেশ ব্যাংক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, জহির-তাহির স্কুলের শিক্ষক মাও. আব্দুল কাইয়ুম, ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা মো. দুলাল মিয়া, মেঘনা ব্যাংক কর্মকর্তা মো.আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, আল-কাইয়ুম হজ্ব গ্র“পের প্রধান আলহাজ্ব হাফিজ আব্দুল কাইয়ুম, মাও. মাহমুদুল হাসান, মো. আকিুল ইসলাম, বিশ্বম্ভরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সুবন দাস রনি।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন হাফিজ মাও. মো. শামছুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন