আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে মাঠে র‌্যাব, নিরাপত্তা তিন স্তরের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৭ ০০:০৯:৪২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ধর্মপ্রাণ মুসলমানদের দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-ফিতর। আর ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে মাঠে নেমেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, ঈদ উৎসবকে কেন্দ্র করে জঙ্গিবাদী কিংবা চরমপন্থী তৎপরতা ঠেকাতে, চুরি, ছিনতাই, রাহাজানি প্রতিরোধ করতে র‌্যাব-৯ সিলেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

র‌্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানিয়েছেন, র‌্যাবের সদস্যরা বিশেষ টহলের পাশাপাশি সাদাপোশাকে ও মোটরসাইকেলযোগে টহল দিচ্ছেন। সিলেটের বিভিন্ন বিপণিবিতানল, জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ ও তার আশপাশ এলাকায় সতর্কতার সাথে নজর রাখছেন র‌্যাবের সদস্যরা।

তিনি আরো জানান, র‌্যাবের সদস্যরা বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশনে বিস্ফোরক বা অন্য কোনো সন্দেহজনক দ্রব্যাদি সনাক্তকরণে নজরদারি করতে বিশেষ চেকপোস্ট বসাবে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, ঈদকেন্দ্রিক নিরাপত্তায় সিলেটজুড়ে দুই শতাধিক র‌্যাব সদস্য মাঠে কাজ করছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন