আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সিলেটে দুই টাকায় ঈদের খুশি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৩ ১৩:৪৯:৫৫

নিজস্ব প্রতিবেদক :: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সিলেট নগরিতে দুই টাকায় ঈদের খুশি অনুষ্ঠান আয়োজন করে হেলপিং উইং।

বুধবার সিলেটের এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

এসময় সুবিধাবঞ্চিত ৫২জন শিশুকে ২ টাকার বিনিময়ে ঈদের পাঞ্জাবী ও ড্রেস দেয়া হয়। সাথে তাদেরকে একটি স্কুল ব্যাগ দেয়া হয় যার মধ্যে ছিল নোটবুক, কলম পেন্সিল, রাবার, শার্পনার ইত্যাদি।

এছাড়া তাদেরকে সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা দেয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান পরিবেশন করে ব্যান্ড সোল অব থ্রন্স, ফরহাত এন্ড হিস টিম।

ফেম ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিটু তালুকদার। আরো উপস্থিত ছিলেন- হেল্পিং উইংয়ের উপদেষ্টা সেলিনা চৌধুরী, মাশারুল হক, চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক গালিব হোসেন চৌধুরী, ট্রেজারার নাদের আহমদ চৌধুরী, মোডারেটর নাফিস শামস তিয়াস, রনি, তানভির, সিদ্দীকা প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুন ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন