আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জুড়ীর বনশ্রী দাশের কৃতিত্ব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৩ ১৬:২৫:৪৮

জুড়ী প্রতিনিধি :: বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯-এ দেশাত্ববোধক সংগীত ‘গ’ বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে জুড়ীর বনশ্রী দাশ।

বুধবার বিকেলে ঢাকা শিশু একাডেমিতে এক অনুষ্টানে মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার তার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

জুড়ী উপজেলার আমতৈল নিবাসী দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিলেট বেতারের শিল্পী প্রনয় রঞ্জন দাশ ও তালতলা খাগটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয়শ্রী রানী দাশ দম্পতির মেয়ে নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার ১নং শিক্ষার্থী বনশ্রী দাশ ২০১৭ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত ‘খ’ বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।



সিলেটভিউ২৪ডটকম/১৩ জুন ২০১৯/এমএএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন