আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সচিবের কাছে স্মারকলিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৬:২৪:১৪

সিলেট :: সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরে নগরীর রায়নগরে সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি সিলেট ডিপোর সমস্যা’ নিয়ে গণশুনানী অনুষ্ঠানে এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী হাসান ইবনে আমান, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাবৃন্দ, সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, যুব সংগঠক আমীন তাহমীদ প্রমুখ।

স্মারকলিপিতে পেশকৃত দাবীগুলো হচ্ছে-সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রূপান্তর, সিলেট-কুমিল্লা-চট্টগ্রাম সড়কের সিলেট-কুমিল্লা অংশকে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করা, বিভাগীয় শহর সিলেটের সাথে সকল উপজেলার সংযোগ রক্ষাকারী সড়ক ও সিলেট বিভাগের সকল পর্যটন স্পটে যাতায়াতের রাস্তাকে চার লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করা, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে কুশিয়ারা নদীর উপর ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর উপর চার লেন বিশিষ্ট সেতু নির্মাণ, সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট-বিছনাকান্দি সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ-নেত্রকোনা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ঢাকা সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা, সিলেট-বারইগ্রাম-শাহবাজপুর-বড়লেখা-জুড়ি-কুলাউড়া-রবিরবাজার-সমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়ককে চার লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করা, সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলশুকা-আজমীরিগঞ্জ-হবিগঞ্জ সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা, সুনামগঞ্জ জেলার পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়ককে মহাসড়কে উন্নীত করে রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ, সিলেট-তামাবিল-জাফলং সড়ককে চার লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করা, সিলেট-চারখাই-জকিগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা ইত্যাদি।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুন ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন