আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ১৮:৩৭:২৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে দুর্ঘটনায় কবলিত হওয়া উপবন এক্সপ্রেস ট্রেন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। আজ সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বৈঠকে ওই ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিয়ে আলোচনা হয়। রেলপথে যেসব পুরনো ব্রিজ আছে, সেগুলো পুনঃস্থাপনের বিষয়টি আলোচিত হয় বৈঠকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বৈঠকে পুরোনো ব্রিজগুলো পুনঃস্থাপন (রিপ্লেস) করা নিয়ে আলোচনা হয়েছে। এটি নিয়ে আগেও আলোচনা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বৈঠকে আশ্বস্ত করেছেন, সিলেটের সঙ্গে ও ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ২৪ ঘণ্টার মধ্যে স্বাভাবিক হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন