আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরের স্কুলছাত্র শামীমের বেঁচে থাকার আকুতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৫ ২০:৪৭:৩৯

মোঃ হানিফ, জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মেঘলী গ্রামের হতদরিদ্র রিক্সা চালক বাবুল মিয়ার ছেলে ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামীম আহমদ। ১৫ বছরের কিশোর শামীম আহমদ গত ৯ মাস ধরে কিডনি রোগে ভোগছে।

তার চিকিৎসা করাতে গিয়ে পিতার ভিটেমাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ছেলের চিকিৎসা করতে ভেঙ্গে পড়েছেন রিক্সাচালক পিতা । যদি সমাজের সকল শ্রেণিপেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে ছেলে স্বাভাবিক জীবন ফিরে পাবে এ আশায় বুক বেঁধেছেন তিনি। সমাজের সকল মানুষের কাছে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

অসুস্থ শামীমের সাথে আলাপকালে সে জানায়, বাবা দরিদ্র হওয়ার কারণে আমার চিকিৎসা বন্ধ রয়েছে। যদি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ আমার চিকিৎসায় এগিয়ে আসে তবে আমি আবার থে স্কুলে যেতে পারবো।
পড়াশোনা করে আমি আমার পিতাকে দরিদ্রতা থেকে মুক্ত করতে চাই।

শামীমকে সাহায্য পাঠাবার ঠিকানা- বিকাশ ০১৭৬১৭১১৪১০ (সুমন)
অথবা আব্দুল আজিজ, হিসাব নম্বর-৫৬১৫০৩৪০৯০১১১, সোনালী ব্যাংক, জৈন্তাপুর শাখা, সিলেট।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০১৯/এমএইচ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন