আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ১৮:৫০:৫০

ছাতক প্রতিনিধি :: ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বিচি মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওর থেকে নিহত বিচি মিয়ার মৃত দেহ উদ্ধার করেছে স্বজনরা। সে একই ইউনিয়নের সিংচাপইড় গ্রামের অইমুছ আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে জাল নিয়ে হাওরে মাছ ধরতে যান বিচি মিয়া। রাতেও বাড়ি না ফেরায় বৃহস্পতিবার ভোরে বিচি মিয়াকে খোঁজতে বের হন স্বজনরা।

একপর্যায়ে মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওরে বিচি মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন। বিচি মিয়ার মৃতদেহের একপাশে ও মাথায় ক্ষতের চিহৃ থাকায় কোনো একসময় বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন তার স্বজনরা।

সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/এমএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন