আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে বন্যা কবলিত ৬০ স্কুল বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৮ ২২:৩৪:১০

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।

বৃহস্পতিবারের বন্যার পানি বেড়ে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উঁচু এলাকা তলিয়ে যাচ্ছে ।

উপজেলার বিভিন্ন অঞ্চল সহ পৌর শহরে বিভিন্ন এলাকার ঘরবাড়ি স্কুল, কলেজ ও রাস্তাঘাট তলিযে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন অফিস। অফিসের সামনে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসে আসা লোকজন।

এছাড়া উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা কবলিত হয়ে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। ফলে ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছেনা।
 
বিগত প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে উপজেলার অর্ধশতাধিক গ্রামের শত শত ঘরবাড়ি বন্যা কবলিত হয়ে পড়ে।
 
এদিকে বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, বন্যায় এ পর্যন্ত ১১০০ হেক্টর আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। এছাড়া ৮০০ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন. বন্যায় মোট ৪০০টি মৎস্য ফিসারি তলিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ বেরিয়ে গেছে।

জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বন্যার কারণে এ পর্যন্ত ৬০টি স্কুলের পাঠদান বন্ধ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসির আরাফাত বলেন, বন্যা কবলিত মানুষের জন্য ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে শতাধিক নারী, পুরুষ, শিশু আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। এছাড়া সরকারিভাবে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ জুলাই ২০১৯/এসএইচএস/এসএইচ/এক



@

শেয়ার করুন

আপনার মতামত দিন