আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

পাঠানটুলায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ১৯:৪২:১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অবৈধ পশুর হাটের আধিপত্য নিয়ে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সাথে স্বেচ্ছাসেবকদলের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ নিয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে পাঠানটুলায় অবৈধ পশুর হাট বসানো হয়েছে। এ হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ কর্মী ও স্বেচ্ছাসেবকদলের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সন্ধ্যায় ছাত্রলীগের শিপলু, সাফায়াত ও বিদ্যুতের নেতৃত্বে কয়েকজন স্বেচ্ছাসেবকদলের কর্মীদের ধাওয়া দেয়। পরে স্বেচ্ছাসেবকদলের রাসেল ও সজীবের নেতৃত্বে কয়েকজন পাল্টাধাওয়া দেয়।

খবর পেয়ে নগরীর জালালাবাদ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ সিলেটভিউকে বলেন, তিনি এখনও ঘটনাস্থলে রয়েছেন। এই মুহুর্তে কথা বলতে পারছেন না।

সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৯/এসএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন