আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ছাতক সরকারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৭ ১৮:৩৭:০৭

ছাতক প্রতিনিধি :: ছাতক সরকারী ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন খান, একেএম বাকির হোসেন হাওলাদার, রহিমা আক্তার হিরা, আব্দুল হামিদ, সাহেদ আহমদ চৌধুরী, হিসাব রক্ষক আব্দুর রহিম, শিক্ষার্থী লিখন সাহা প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী এমরান হাসান। হামদ ও নাত পেশ করেন ছাত্রী সামিয়া আক্তার এবং বঙ্গবন্ধুর স্মৃতিতে কবিতা পাঠ করেন ছাত্র প্রশান্ত দাস তুষার।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু মানেই আজকের বাংলাদেশ।

যার জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে শোককে শক্তিতে পরিনত করে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ শহীদ হওয়া পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সভায় দাঁড়িয়ে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



সিলেটভিউ২৪ডটকম/১৭ আগস্ট ২০১৯/এমএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন