আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেট শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, প্রথম অর্পিতা অমি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৩ ১৭:০৭:২১

সিলেট :: সিলেট শিল্পকলা একাডেমি আয়োজিত কবিতা আবৃত্তিতে প্রথম পুরস্কার পেয়েছে অর্পিতা অমি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন।

অর্পিতা অমি ‘ক’ বিভাগের আবৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিলো। সে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। সে সাংবাদিক ওয়েছ খছরু ও বিলকিস আক্তার সুমি দম্পত্তির একমাত্র সন্তান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনার আয়োজন করেছিলো।

এতে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীদের অংশগ্রহণে চিত্রাংকন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপস্থাপন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মদনমোহন কলেজ সিলেটের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, এসএমপি সিলেটের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম।



সিলেটভিউ২৪ডটকম/২৩ আগস্ট ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন