আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে ভাষা ও কম্পিউটার শিক্ষাকেন্দ্র ইংলিশ মেন্টর উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ২০:২৬:১১

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ইংরেজি ও কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মেন্টরের উদ্বোধন হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) এ উপলক্ষে দিনব্যাপি নানা আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। সকাল সাড়ে ১১টার দিকে ফিতা কেটে প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সমাজসেবক মুহিবুল হক কামালী (চুনু মিয়া), ফারুখ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইস, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দে, সমাজসেবক আলাউর রহমান আলা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ¦ল ধর, প্রচার সম্পাদক কবির আহমদ, উদয়ন কিন্টার গার্ডন স্কুলের পরিচালক আলী আমজাদ চৌধুরী সিজু, ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী গৌছ মিয়া, সমছু মিয়া, শিক্ষক সামছুল হক, স্বপন সেন, বুকুল ভট্টাচার্য্য, ইউপি সদস্য বেলাল আহমদ, তছন মিয়া, সৈয়দ জাহান, হেড অব দ্যা ইংলিশ মেন্টর আব্দুল আলীম সুহেল,  এক্সিকিউটিভ  ডিরেক্টর নাহিদুর রহমান, শিক্ষক জুনেদ আহমদ জয়, সাদিয়া সুলতানা রুমা, সাইদুর রহমান, এডমিশন অফিসার সামিয়া সুলতানা, সোহান আহমদ লিজু প্রমুখ।

এসময় আগত অথিতিরা ওসমানীনগরে এরকম একটি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান চালু করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, কম্পিউটার ও ইংরেজি ভাষা আমাদের জন্য জরুরিন। বিশ্বের সাথে তাল মিলিয়ে নানা দক্ষতায় দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার সাথে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন বক্তারা।

২য় পর্বের অনুষ্ঠানে বিভিন্ন কোর্সের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০১৯/আরপি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন