আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

হরিপুরে লেগুনা উল্টে ৫ যাত্রী আহত, রাস্তা অবরোধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২০:৩৫:৩৮

সিলেটভিউ ডেস্ক :: সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬নং গ্যাস কূপের সামনের রাস্তায় যাত্রীবাহী লেগুনা উল্টে গিয়ে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি বাস ও লেগুনা তামাবিলের দিকে যাচ্ছিল। হরিপুর ৬নং গ্যাসকূপের সামেন বাসটি লেগুনাকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনার ৫-৬ জন আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা রাস্তা আটকিয়ে রাখে। ফলে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে জৈন্তাপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন