আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২১:৪৫:৩১

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সরকারি বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ^নাথ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ আলীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কাহার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাশ, যুগ্ন সম্পাদক শাহীন আহমদ, উপজেলার  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আবুল হুসাইন হেলালী, কবির উদ্দিন, আনোয়ার হোসেন, কৃষ্ণ কান্ত মালাকার, শেফালী বড়ুয়া, নুর হোসেন তালুকদার, সিদ্দেক আলী, অনিমা রাণী দাশ, বিধান চন্দ্র দাশ, অমল চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক মুজিবুর রহমান, জন্টু মালাকার, আকতার ফারুক, আ.ছ.ম লায়েক, আলীম উদ্দিন, মুজাম্মেল আলী, সঞ্জিব দে, সঞ্জিব পুরকায়স্থ, আবু তৈয়ব বেলাল, কবির হোসেন, সেলিনা আক্তার, শাহানারা বেগম, মিনা রাণী, ছায়ারুন বেগম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯/পিবিও/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন