আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মেয়র আরিফ কেন দক্ষিণ কোরিয়ায়?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২২ ২০:১০:০৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী এখন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। তাঁর সাথে স্ত্রী শামা হকও রয়েছেন। মেয়র আরিফ দক্ষিণ কোরিয়ায় যাওয়ায় তাঁর স্থলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন সিসিকের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন। আজ রবিবার সকালে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সিসিকের জনসংযোগ শাখা জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম সিওল-২০১৯’ এ অংশগ্রহণ করতে শনিবার রাতে দক্ষিণ কোরিয়ায় গেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তাঁর সাথে স্ত্রী শামা হক ছাড়াও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি ও উপ-সহকারী প্রকেশলী আংশুমান ভট্টাচার্য রয়েছেন।

রেজিলিয়েন্স ফোরাম সিওল এর ওয়েবসাইট থেকে জানা গেছে, ‘ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম সিওল-২০১৯’ এর আয়োজন করেছে সিওল ইন্সটিটিউট অব টেকনোলজি। এ অনুষ্ঠানে উজবেকিস্তানের তাশকেন্ট শহরের মেয়র, ফিলিপাইনের মাকাটি শহরের মেয়র, মঙ্গোলিয়ার সাইনশাদ শহরের মেয়র, শ্রীলঙ্কার কলম্বোর ডেপুটি মেয়র, আমেরিকার সান ফ্রান্সিসকোর ডেপুটি মেয়র প্রমুখ অংশ নিচ্ছেন।

আগামী মঙ্গলবার পর্যন্ত এই সম্মেলন চলবে। এরপর দেশে ফিরবেন মেয়র আরিফ।

সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন